হিংসা থাকলে হিংস্র হয়!হিংস্র হয় জানোয়ার!
হিংসা বিদ্বেষ যার মনে,কোথা পেল মানুষের অধিকার?


বনের পশুর থেকেও নিকৃষ্ট পশু,হিংসাত্বক মন যার!
মানুষ হতে হলে হিংসা বিদ্বেষ নয়,মনুষ্যত্ব দরকার।
হাজার মানুষের ভীড়ে হায়,আমি মনুষ্যত্ব খুঁজে বেড়াই!
এত মানুষের মাঝেও দেখি,মনুষ্যত্বের খবর নাই।


বনের পশু যেমন করে,নিরহ প্রাণী শিকার করে খায়!
তেমনি মানুষ হয়ে মানুষ মারে,না জানি কি সুখ পায়।
অন্যর ভাল দেখে,হিংসায় গা জ্বলে পুড়ে ছারখার!
যেমনেই হোক ভাল থাকতে দেয়া যাবে না আর।


দিনে দিনে ছক কষে,হিংসার গুটি চালে ভাই
এ জগতে ভাল মানুষের আজ,ভাল থাকা দায়।
জানি না কবে মানুষ হবে,এই হিংস্র পশুর দল!
আর কত দিন অমানুষ রবে!চলরে-মানুষের মাঝে চল।