হতাশা আর আবেগগুলো আজ অশ্রু হয়ে ঝরে
নিয়তি যেন নিঠুর খেলা খেলছে বারেবারে।
কত লালিত স্বপ্ন জমা ছিল এই বুকের মাঝে
সময়ের সাথে সাথে যেন সবই হচ্ছে মিছে।
আশা ছিল সূর্য হবো!আলো ছড়াবো আমি!
দুহাত ভরে সুখ বিলাবো!সুখি হবে প্রিয় জন্মভূমি।
হাসি আনন্দে ভরিয়ে দিবো প্রান্তর তেপান্তরে
বেলা শেষে হিসাব কষে!দেখি নিজেই অন্ধকারে।
আকাশ ছোঁয়া স্বপ্নগুলো সব থমকে গিয়েছে
বেলা থাকতে ভুলা মন যে পথ হারিয়ে ফেলেছে।
অন্ধকারে পথের মাঝে!পথের বাঁকেবাঁকে
সুখ পাখিটা খোঁজে বেড়াই!আমায় নাকি ডাকে।
সুখ পাখি সব ঘুমিয়ে গেছে!কষ্টের পাখি উড়ে
জীবন যুদ্ধে সত্যি বুঝি যাচ্ছি আমি হেরে।