বড় ইচ্ছা জাগে মনে
গাঁয়ের সেই আঁকাবাঁকা মেঠো পথটি ধরে
হেঁটে হেঁটে চলি বহুদূরে
প্রকৃত সুখের সন্ধানে।


বড় ইচ্ছা জাগে মনে
সুজলা সুফলা,শস্য শ্যামলা
বাংলার সবুজ কোমল মাঠে
যেখানে প্রজাপতি, মৌমাছি
নেচে নেচে চলে।
হারিয়ে যাই সেথায়
প্রান্তর থেকে তেপান্তরে।


বড় ইচ্ছা জাগে মনে
মোটের পাড়ের বিলের ধারে
ছুটে চলে যাই বারে বারে।
যেথায় নানা জাতের পাখপাখালি
নীল আকাশে উড়ে উড়ে চলে।
বক,মাছরাঙ্গা আর পানকৌড়ি
শিকার করে কত কৌশলে?


বড় ইচ্ছা জাগে মনে
চলে যেতে গাঁয়ের ঝাড়কাটা নদীর পাড়ে
হেরিতে শরতের বেলা শেষে
কেমন করে উকি মারে
রক্তিম সূর্যটি পশ্চিম আকাশে।