যে দেশে টাকায় কথা বলে
সে দেশে সত্য মিথ্যা কাকে বলে?
তার উত্তর পাবেন কোথায়!


এই যে দেখছেন নিয়ম নীতি,আইন কানুন
এই সব সাধারণ মেহনতি মানুষদের জন্য।
যাহার অর্থকড়ি আছে তাহার জন্য নয়।


এই যে দেখছেন থানা,পুলিশ,কোর্ট কাচারি
এসব লোক দেখানো বিরাট নাট্যমঞ্চ মাত্র।
বড় বড় অভিনেতাদের শুটিং এর ক্ষেত্র।


এখানের বিজ্ঞ অভিনেতারা চরমপত্র পাঠ করে হায়
সত্য কে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানায়।
আপনার টাকার অঙ্ক যত বড় হবে তত বড় মিথ্যা সত্য হবে।


এখানে আবেগ,বাস্তবতার কোন মূল্য নাই
সব কিছুই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ভাই।
এখানে নাকি প্রতিটি ধূলিকণাও টাকা খায়।


এখানের সকল অপরাধীই কিন্তু অপরাধী নয়
অভিনেতাদের অভিনয়ের শিকার হয়ে কারো
অন্ধকার জীবনের দিন গুনিতে হয়


ভাল মানুষের মাঝে আবার সবাই কিন্তু ভাল নয়
বড় বড় অপরাধীরাও সাধু সেজে ঘুরে বেড়ায়
টাকার স্তূপের উপরে দাড়িয়ে,তাদের ধরা ছোঁয়া দায়।