তারা জিতবেই
যারা স্বপ্ন দেখে,লড়তে শিখে,
লড়তে জানে,লড়তে পারে,
তারা জিতবেই জিতবে।


আকাশ থেকে পাতালে
প্রান্তর থেকে তেপান্তরে।
তারা সর্বত্রই জিতবে
জিতবেই জিতবে।


তাদের মনের অটল সাহস
বুকে ভরা তেজ,দুচোখে ভরা স্বপ্ন।
অদম্বকে ছিনিয়ে আনার প্রয়াসে
তারা জিতবেই জিতবে।


যারা জীবনের মায়া মোহ ত্যাগ করে
দুর্গম পথে হাঁটে
বাধা বিপত্তি ভেদ করে আলোর পথে ছুটে।
তারা জিতবেই জিতবে।


তাদের দুরন্ত পদের ছাপে
শক্ত হস্তের পরশে।
মুক্তির আলো ফুটিয়ে,শান্তির প্রয়াসে
তারা জিতবেই জিতবে।


তারা কখনো হারেনি!
হারতে পারে না।
তাদের জন্মই জয়ের জন্য!
তারা জিতবেই জিতবে।


যারা যুগে যুগে এ মহাবিশ্বের বুকে!
আলোর মশাল হাতে নিয়ে,
অন্যায়,অনাচারের বিরুদ্ধে গর্জে উঠে।
তারা জিতবেই জিতবে।


যারা এ মহাকালের মাঝে
মরেও বেঁচে আছে।
তারা জীবনের শেষ ক্ষণেও লড়ে গেছে!
তাদের অনুসারী দল জিতবেই জিতবে।


যারা স্বপ্ন দেখেনি!
লড়তে শিখেনি!
তারা তো বেঁচে থাকতেই মরেছে!
মরার বহু আগেই বারে বারে।


তাই হে বলিষ্ঠ আগুয়ান স্বপ্ন দেখো!
মুক্তির পথে হাটো,কল্যাণের পথে ছুটো।
শান্তিময় বাসযোগ্য ভূবণ গড়তে জেগে উঠো।
তুমি জিতবেই জিতবে।