মোরা যুবক!
মোরা জোয়ান!
কালো আধার ভেদ করে
চলিবো উজান।


মোরা সাগর সেচে মুক্তা এনে
পাথর ভেঙ্গে প্রাসাদ গড়ে
হাসি ফুটাবো
এ ভূবণে।


ঝড় তুফান, ভূমিকম্পে
বুলেট বোমার তীব্রঘাতে
মানিবো না হার মোরা।
মায়ের মুখের হাসি টুকু
কেড়ে নিতে চায় কারা।


তোগো মোরা ঘায়েল করে
তাজা বোকের রক্ত দিয়ে
মুক্ত করিবো এ ধরা।
যদি সাহস থাকে
লড়ে দেখ তোরা।


মোরা আছি স্বপ্ন নিয়ে
কোটি বুকের রক্ত দিয়ে
রক্ষা করিবো স্বাধীনতা।
এটি কল্পনা নয়
চির বাস্তবতা।