হয়তো তুমি চাঁদ হতে মায়াবী জোৎস্না
উপসে পড়িতে দেখেছো!
কিন্তু কি ভেবেছো?
তার বুকে কত জ্বালা!
সারাদিন ভর সূর্যের তাপে জ্বলে পুড়ে
রাত্রিভর নিরবে ক্রন্দন করে।


হয়তো তুমি রিমঝিম সুরে
মেঘ হতে বৃষ্টি ঝড়িতে দেখেছো!
কখনো কি দেখেছো?
তার মনে কত কষ্ট!
গ্রীষ্মের প্রখর খরা তাপে
তার আত্না হয়ে উঠে হাহাকারময় তৃষ্ণার্ত।


হয়তো তুমি নদীর তীর হতে
সর্বনাশা নদীর তীব্র ভাঙন দেখেছো!
কিন্তু কখনো কি শুনেছো?
তার কেন এই হৃদয় ভাঙা আর্তনাদ!
সে জনম ভর বয়ে যাচ্ছে
হিমলয় পর্বতে স্বজন হারানো বিষাদ।


হয়তো তুমি হীরার গহনা পড়েছো!
কখনো কি জেনেছো?
কত কষ্টের বিনিময় কয়লা হতে হীরা হয়!
ভূগর্ভস্থ তাপে চাপে ঘর্ষণে
কয়লাখনিতে তার জয়।