অবাক এই ভুবন!
শুনিয়া গর্জন।
কাহার ডাকে?
দিয়েছে একে!
এই মানচিত্র।


ইহা চিত্র নয়!
বুকের তাজা রক্ত।
অশ্রু মিশ্রিত দুঃখীনি মায়ের -
হৃদয় ভাঙ্গা ক্রন্দন।
অত্যাচার, জুলুম,নির্যাতন!
দিয়ে অসীম বিস্বর্জন!
এই চিত্রের অর্জন।


ইহা কাহারো দান বা করুণা নয়!
মায়া কিংবা মমতা নয়।
ছুটে এসেছিল -
রক্তের টানে!
হৃদয় বিচলিত -
অশ্রু মাখা গানে গানে!
বীর বাঙালির গর্জনে।