আজো চন্দ্র রাতে
কষ্টে কাঁদি একাকি আমি।
সময় তো বেশি নেই
তাই মনটা মরুভূমি।


কত স্বপ্ন দেখে
এসেছিলাম তোমার কাছে।
সুখ তো দাওনি; বরং ঘুরিয়েছ
তোমার পিছে পিছে।


আশা সেতো মরীচিকা
বুঝলাম অবশেষে।
ছলনা করে মন ভেঙেছ
মিথ্যা ভালবেসে।


সুখের নীড়ে অগ্নিসংযোগ
অন্যকে নিয়ে ঘর।
বুঝি এটাই তোমার নিয়ম
এটাই তোমার নীতি।
রেখে যাও শুধু
অমরত্ব আর স্মৃতি।


রচনা কালঃ ফেব্রুয়ারি ২০০৭ ইং।