যতদিন দেহে আছে প্রাণ
        গেয়ে যাবো মুজিবীয় গান।
তোমার কারণেই পেয়েছি স্বাধীনতা
        জাতীয় সম্মান।
তোমার কারণেই পেয়েছি ভাষা
        পেয়েছি মুক্তির স্বাদ।


তোমার গর্জনে,
        তোমার হুংকারে!
একটি তর্জনীর ইশারায়।
         এক হয়েছিল বাঙালি
আমরা পেয়েছিলাম মাথা গুজার ঠাঁই।
         তোমার নাম মুছে ফেলবে
এমন সাধ্য কারো নাই।


       তুমি ছিলে,তুমি আছো
            তুমি থাকবে।
      কোটি বাঙালীর হৃদয়ে।


আজো বাঙালীর প্রাণ
        তোমার জন্য কাঁদে।
খুনিরা কি তাণ্ডব করেছিল
        ১৫ আগষ্ট ভয়াল সে রাতে।
জনতা ভুলে নাই,ভুলবে না!
       বাঙালি তাদেরকে ছাড়বে না।


         তুমি ছিলে,তুমি আছো,
              তুমি থাকবে।
তোমার নামের স্লোগানে রাজপথ কাঁপবে।