নারীত্ব রুপে যত রহস্যময়!
নারীত্বে জীবন ক্ষয়।
নারীত্ব প্রেরণায় আবার
হয় বিশ্ব জয়।


নারী হয় বোন-ভগ্নি
নারী হয় মা,হয় ঘরের বউ।
একই নারীর ভিন্নার্থ রুপ!
দেখেছো নাকি কেউ?


নারী বড় ছলনাময়ী!
নারী হয় বেঈমান।
পুরুষ তত্ত্বের মন কাড়িয়া!
জীবন করে কোরবান।


মমতাময়ী মা জননী
রেখেছে নারীত্বের মান।
তাই নারীকে স্যালুট করি
দিয়ে অসীম সম্মান।


যে নারীর
স্নেহ ভালবাসায় ভরা মন।
সন্তানের মঙ্গল কামনায়
সে কাঁদে সারাক্ষণ।
আছে নাকি বিশ্বে কেহ?
এমন আপন!এত প্রিয়জন!