কখনো কি ভেবেছি?
কাদের শ্রমে ঘামে
মোরা এই সভ্যতা পেয়েছি।
কখনো খোজে দেখেনি মোরা
এই সভ্যতার ইতিহাস।
শ্রমে ঘামে একাকার
এই সভ্য সমাজের সভ্যতার।


যারা কাক ডাকা ভোরে উঠে
লাঙল,জোয়াল আর হাতুড়ি নিয়ে ছুটে।
যাদের শক্ত বাহুর বলে
কলকারখানা,মিল,ফ্যাক্টরি চলে।
গড়ে উঠে অট্রালিকা
ঘুরে গাড়ির চাকা।
সৃষ্টি করে সভ্যতার ইতিহাস।


তাদেরকেই ফেলে রেখেছি মোরা
সভ্যতার পশ্চাতে।
শ্রমজীবী মানুষগুলো আজ
শোষিত হচ্ছে পুজীবাদীদের হাতে।


শোষণে শোষণে
তাদের পকেট হচ্ছে ফাকা।
ন্যায্য দাবি আদায়ে তাই
আন্দোলন আর ধর্মঘট ডাকা।
এই ধর্মঘটের আড়ালে কত রক্ত আঁকা?
পুজীবাদীদের অর্থের চাপে
পড়ে রয় সব ইতিহাস ঢাকা।


১লা মে নয় শুধু
প্রতি দিনে!প্রতি ক্ষণে!
শ্রমজীবী,মেহনতি মানুষদের জন্য
শ্রদ্ধা ভালবাসা রইলো মনে প্রাণে।