প্রেমের পরিণতি
থামিয়ে দেয় জীবনের গতি।
নিভে গিয়ে আশার বাতি
ঘোর অন্ধকার হয় চলার সাথী।


প্রেমের পরিণতি
আহার নিদ্রা লয় কেড়ে।
দিবানিশি অঝোরে
আঁখি বেয়ে অশ্রু ঝরে।


প্রেমের পরিণতি
বাস্তবতা সব ভুলে।
সুস্থ মস্তিষ্ককে পাগল করে ফেলে।
জীবন যায় রসাতলে।


প্রেমের পরিণতি
ভালমন্দ ভুলে।
সমাজের মান সম্মান
ডুবিয়ে দেয় নষ্টা জলে।


যদি চলতে থাকে এ ধারা
সমাজ হবে একদিন নিষিদ্ধ পাড়া।
তাই অসুস্থ মস্তিষ্ক,এই জঘন্য পন্থ ছেড়ে
ফিরতে হবে সুন্দর,সাবলীল প্রেমের তরে।


যেখানে ভালবাসা রয়েছে নিরন্তর
কিন্তু কুলসিত নয়।
তবেই হবে প্রকৃত প্রেমের জয়।
বিশ্ব হবে সুন্দর লীলা ভূমির আশ্রয়।