প্রেমে পড়েছি বহুবার!
প্রেমিক হতে পারিনি আর!!


শিশুকালে তুলসি বনে
ভাব হয়েছিল এক পাখির সনে
সে উড়ে গেছে আকাশ পানে
কষ্ট দিয়ে মনে।


এক ছলনাময়ী স্বপ্নীল পাখি
মনের মাঝে দিয়েছিল উঁকি।
সে আমায় দিয়েছে ফাঁকি
তাইতো দিবানিশি ঝরে আঁখি।


এক মিষ্টি পাখির মিষ্টি হাসি দেখে
কত স্বপ্ন একেঁছিলাম এই বুকে।
সকল স্বপ্ন মাটি করে
উড়ে গেছে অন্য নীড়ে।


এক মায়াবী পাখির মায়ার জালে
বন্ধি হয়েছিলাম সুরের তালে।
জানি আপন হবে না কোন কালে
বাসা বেঁধেছে অন্য ডালে।


এক সুখ পাখি আজ স্বপ্ন বুনে
আলো জ্বেলে হৃদয় কোণে।
এ পাখি বন্ধি হবে কি খাঁচায়?
পূর্ণতা পাবে কি ভালবাসায়??


এ খাঁচায় কোন পাখি পোষ মানে নাই
সবাই বাসা বেধেছে শুধু স্মৃতির পাতায়।