পক্ষী রাজা গানের সুরে
ঘুম ভাঙিয়ে যায়।
বৃক্ষরাজি ফুলের ঘ্রাণে
ছোটে চলে আয়।


ভোরের ঘাসে শিশির বসে।
ধোয়াই নব পা।
মেঘের কোলে বৃষ্টি এসে
ভিজায় সারা গাঁ।


সূর্য মামার তাপের জোড়ে
ঘাম ঝড়ে দরদর।
চন্দ্র মামা জোৎস্না নাড়ে
ঘর্ম তনু কাপে থরথর।


পূবাল হাওয়া থমকে থমকে
তুলে নদীর ডেউ।
মাঝি সুরের টানে নৌকা ভায়
পাড়ি জমায় নব যাত্রী,নব বউ।


জীবন আমার স্বার্থক হল
প্রকৃতির রুপ দেখে।
বারবার যেন আসি ফিরে
মাগো তোমার কোমল বোকে।