সারা জীবন করে যাবো সত্যর সংগ্রাম।
যতই আসুক ঝড় তুফান
নড়বো না এক চুল।
আমি স্বপ্নের স্বপন
বাংলার রক্তে ভেজা ফুল।


আমি লিখে যাবো গরীব দুখীর কথা
তাদের ছোট-খাটো দুঃখ ব্যথা।
তারা কেন অসহায়,কেন কাদে?
আমিও স্লোগান দিবো তাদের সাথে।


আমি লিখে যাবো বিশিষ্ট সমাজ সেবক
নিমুক হারামীর দল
কেমনে গড়ছে অর্থের অতল।
যারা মিথ্যাবাদী, অন্যায়ের পথচারী
জাতীয় বেঈমান।
তাদেরকে করে যাবো
কলমেে আঘাতে শত অপমান।


আমি জানি করিতেছি যে ভুল
ক্ষেপে যাবে দেশের কাক-পক্ষীকুল।
তবু শিয়াল শকুনের ভয়ে
যাবো নাকো নুয়ে।
প্রয়োজনে লিখে যাবো বুকের রক্ত দিয়ে।


আমি স্বপ্নের স্বপন
বাংলার রক্তে ভেজা ফুল।