আমি অধম পাপী মানুষ
সময় থাকিতে মোর হল না হুশ।
কোথায় হতে আসিলাম?
কোথায় চলে যাবো?
ভুলে গেছি তাহা হয়ে বেহুশ।


তেরো মঞ্জিল পাড়ি দিয়া
এই ভব রঙ মহলে আসিয়া।
মাতাল হয়ে রইলাম মজে
রঙ তামাশার মাঝে।


এই রঙ তামাশার হাটে
কত দিন যে মোর কাঁটে?
ভাবালাম না চলে যাবো!
শুয়ে চার পায়াযুক্ত খাটে।


অচীনপুরের অচিন পাখি
একদিন মোরে দিয়া ফাঁকি।
চলে যাবে অনেক দূরে
ফিরে আসিবে না আর নীড়ে।


পাড়াপড়শি বন্ধুজন,আছে যত স্বজন!
দলে দলে আসবে সবাই
কাঁদবে বসে পাশে।
শুনবো আমি দেখবো সবি
মনে হবে মিছে।


বড়ইপাতা গরম জলে
গোসল দিয়া মশারী তলে।
আতর গোলাপ,চন্দন মেখে
সাদা মার্কিন শাড়ীতে ঢেকে।
রেখে আসিবে মোরে
নির্জন অন্ধকার ঘরে।


থাকিবো সেথায় জনম ভরে
সকল বন্ধন ছিন্ন করে।
দু জাহানের নবী বিহীন
কেহ রবে না সেদিন।
পাড় ঘাঁটাতে করিতে শাফায়ত।


খোজে সুখের ঠিকানা
পেলাম শুধু যন্ত্রণা।
পার ঘাঁটাতে দয়ালু নবী বিহীন
কেহ নেই মোর আপনা।


আমি যে জাহান্নামি বড় কয়েদী
আকুল হয়ে কাঁদি।
তুমি দয়া করে পাড় করো রাব্বানা
এই মোর আকুল আবেদন,করুণ প্রার্থনা।