হে প্রিয়তমা!
অনেক কথা বলার ছিল
ভাবতে ভাবতে বেলা গেল।
নীল খামে পাঠিয়ে দিলাম সাদা পাতা!
বুঝে নিও হৃদয়ের যত কথা!যত ব্যকুলতা।


হে প্রিয়তমা!
তোমাকে ঘিরে আমার সকল স্বপ্ন দেখা
হৃদয়ের মাঝে তোমার ছবি আঁকা।
তোমার মাঝেই আমার সুখের ঠিকানা
লিখতে চেয়েছিলাম কিন্তু হয়নি লেখা।


হে প্রিয়তমা!
বার বার লিখতে গিয়ে
তোমার মাঝেই যাই হারিয়ে।
খুঁজে পাই এক বুক ভালবাসা
বেঁচে থাকার মিথ্যা স্বপ্ন,মিথ্যা আশা।


হে প্রিয়তমা!
তোমার মায়াবতী রুপের মায়ায় পড়ে
দিবানিশি নির্ঘুমে মোর কাটে।
কতটা সময় গেল এমন করে ঝরে
তোমারই ভাবনায় জীবন থেকে।


হে প্রিয়তমা!
তোমার ঐ মিষ্টি হাসি,বাকা চাহনি
রুপে ভরা আগুনে পুড়ে দগ্ধ আমি।
হঠাৎ বিদ্যুৎ চমকায় হৃদয়ের আকাশে
বৃষ্টি হয়ে ঝড়ে আখি মেঘলা বাতাসে।


হে প্রিয়তমা!
আরও কত শত কথার ঝুড়ি
হৃদয় আমার করেছে ভারি।
লিখতে চেয়েও হয়নি লেখা
বলবো তোমায় সবই যদি হয় দেখা।


হে প্রিয়তমা!
আর যদি দেখা না হয় কখনো তোমার সাথে
আমার না বলা কথাগুলো বুঝে নিও
এই নীল খামের সাদা পাতা থেকে।
ভাল থেকো সব সময়!থেকো তুমি সুখে।