হে বাংলার স্থপতি!বাঙালির পিতা!
তোমাকে সহস্র সালাম!গভীর শ্রদ্ধা।
শতবর্ষ পরে এসেও হে চিরঞ্জীব!
বাঙালির হৃদয়ে তুমি শেখ মুজিব।
আজও তোমার কাল জয়ী হুংকারে
সমাবেশ,মিছিলে,শক্তি আসে অন্তরে।
এমন করেই হাজার বছর পরে
রয়ে যাবে বাঙালির হৃদয় মাজারে।


পঁচাত্তর পনের আগষ্টের সে রাতে
ঘাতকের নির্মম বুলেটের আঘাতে!
রক্তে রঞ্জিত হয়েছিল তোমার বুক!
বাঙালি ভুলেনি জনক হারানো শোক।
তাই শ্রদ্ধাচিত্তে স্মরণ করি তোমায়
শোকাহত ভাবে এই সারা বাংলায়।