হে প্রিয়তম সংগীতা  
তুমি আজো আছো
মোর হৃদয়ের খাতায়।


হৃদয়ের প্রতিটি পাতায় পাতায়।
ভরপুর তোমার স্মৃতির লেখায়।
আজো তোমার স্মৃতি চারণায়।
অশ্রুবিন্দু ভীড় জমায় চোখের কোনায়।


হে প্রিয়তম সংগীতা।
তুমি বলেছিলে
সারা জীবন সঙ্গী হয়ে পাশে রবে।
সেই তুমি কেমন করে
চলে গেলে অন্যর ঘরে।


তুমি বড্ড ছলনাময়ী, মিথ্যাবাদী,
হৃদয়হীনা বেঈমান।
এসব ভেবে দিব্বি তোমায় ভুলে যেতে চাই।
ঠিক ভুলেও যাই।


আবার গহীন রজনীতে
ধরণী যখন নির্জীব হয়ে যায়।
তোমার স্মৃতিফলক
মনের গহীনে ভীড় জমায়।
তুমি যে আজো আছো
মোর হৃদয়ের খাতায়।