হঠাৎ একদিন আসবে এক ভয়ানক সময়
নিত্য নিয়মেই হবে এই জীবনের পরাজয়।
পৃথিবী হঠাৎ করে স্তব্দ হয়ে থমকে দাঁড়াবে
সকল স্বপ্ন,আশা,আকাঙ্ক্ষা মাটিতে মিশে যাবে।
শত ব্যস্ততা,ঝামেলা,কত শত কর্ম ফেলে
ঠিকই অবসরে যেতে হবে মৃত্যুর কবলে।
সব পথ ভুলে গেলেও!এপথ ভুলার উপায় নাই
জমদ্রুত ঠিক তুলে নিবে পথে!বিশ্বে হবে না ঠাঁই।
এযে চির সত্য পথ,যে পথে রয়েছে মৃত্যুর রথ
কোন কাজে আসবে না সেদিন নামযশ, ধনদৌলত।
টাকাকড়ি অর্থের পাহাড় দিয়ে কি হবে ভবে
তিন টুকরো সাদা কাপনেই চলে যেতে হবে।
কাপনে তো আর পকেট নাই,জমদ্রুত খায় না ঘুষ
তবে কেন অবৈধ অর্থের পাহাড় গড়ছো ওরে মানুষ।
সময় থাকতে চলো চির শাশ্বত,সত্য পথ ধরে
যে পথে রয়েছে কল্যাণ,চিরশান্তি জীবনের ওপারে।