স্বপ্ন! স্বপ্ন! স্বপ্ন!
স্বপ্ন গাথা মন।
স্বপ্নে এসে বলিলে-
কেন এত ঢং?
মায়াবী হাসি হেসে
চুরি করেছো মোর মন।


মধুর হাসি হেসে
বুকে চেপে নিয়ে।
করিয়া আলিঙ্গন
কপালে দিয়েছো চুম্বন।


আর কি আসিবে
এমন মধুর স্বপন।
ধন্য করিতে জীবন।
স্বপ্নে দিয়েছি যে এই মন।
স্বপ্ন! স্বপ্ন!  স্বপ্ন!
স্বপ্ন গাথা মন।


রচনাকালঃ ২৮/০৭/২০১২ ইং।