আমি স্বপ্ন বিলাসী!ক্ষণজন্মায় বিশ্বাসী !!
মহাকালের বহমানে একদিন
হয়তো নিশ্চিত বিলীন হয়ে যাবো।


নব্য কোন অভিযাত্রী এসে এই মহাবিশ্বকে
হয়তো এগিয়ে নেওয়ার আহ্বানে
তারুণ্য গতিতে এগিয়ে যাবে।


আমার এই নিষ্প্রাণ,নিথর দেহ!
হয়তো নিশ্চিহ্ন,ছিন্নভিন্ন হয়ে যাবে!!
পবিত্র ভূমিতে মিশে হয়ে যাবে শেষ।


কিন্তু আমি স্বপ্ন বিলাসী!
যুগে যুগে মহাকালের অভিযাত্রী দলে-
চলার ছন্দে ছন্দে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।


নির্যাতিত,নিষ্প্রেষিত,জাতির পাশে দাঁড়িয়ে
এগিয়ে যাওয়ার আহ্বানে -
মিছিলে মিছিলে গর্জে উঠে এগিয়ে যাওয়ার স্বপ্ন।


অন্যায়,অনিয়মের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে, উড়িয়ে
বিশ্বের সুশাসনকে শৃঙ্খলায় ফিরিয়ে
বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করিবার  স্বপ্ন।


কুসংস্কার, অন্ধকার গুছিয়ে
এই ধ্বংসাত্মক বিশ্ব সমাজকে
মুক্তির আলোয় আলোকিত করিবার স্বপ্ন।


হয়তো এই অসাধ্যকে সাধন করা সম্ভব হবে না!
কিন্তু আমি সাধ্য করিবার নিমিত্তে
তারুণ্য শক্তির উচ্ছাসে সফলতার স্বপ্ন দেখি।


এ স্বপ্ন জন্ম থেকে জন্মান্তরের স্বপ্ন
প্রজন্ম থেকে প্রজন্মে বহমান রবে চিরকাল
একদিন বিজয়ের পতাকা উড়বেই স্বপ্নের আকাশে।