হঠাৎ আট বছর পরে
যখন স্কুলের সামনে দিয়ে কোন এক কাজে হেটে যাচ্ছি!
তখন ভীষনভাবে মনে পড়ছে,
ফেলে আসা সেদিনের স্মৃতিগুলো—
মনে পড়ে যাচ্ছে—
বন্ধুদের সঙ্গে কত মারপিট, মান-অভিমান, আড্ডা!
এমনকি স্যারের কত বকাবকি, ভালোবাসা, আদর...


হঠাৎ আট বছর পরে—
ছেড়ে আসা স্কুলকে দেখে আশ্চর্যভাবে চমকে উঠি!
মনে মনে বলি : বাঃ কি সুন্দর...!
অথচ,
এই তো সেদিনও কোন ঘর ছিলনা, বেঞ্চ ছিলনা,
ছিলনা আরও অনেক কিছুই...!
থাকার মধ্যে ছিল শুধু গুটিকয়েক স্যারের,
হৃদয় নিংড়ানো এক থালা সজীব ভালবাসা—
যার ছোঁয়ায় অনুর্বর জমিতেও ফলেছিল শস্যকণা—


হঠাৎ আট বছর পরে
যখন স্কুলের সামনে দিয়ে কোন এক কাজে হেটে যাচ্ছি!
তখন মনে মনে ভাবছি, এ মধ্য বয়সের খাঁচা ভেঙে,
যদি একবার হলেও ছুটে আসতে পারতাম...!
তাহলে হয়তো ফিরে পেতাম,
আবার সেই হারানো ছেলেবেলা...



----------------------------------
(অতীতে ফেলে আসা স্কুল : বুনিয়াদপুর উচ্চ বিদ্যালয়)
(রচনা কাল : 05/09/2020.)