সব মানুষ ঘুমিয়ে নেই
এখনও কিছু মানুষ এ বিবেক লুপ্ত অন্ধকারে
খুলে রেখেছে মহাদেবের তৃতীয় নেত্র—


আজ যখন ভোটের বাজারে নন্দীগ্রাম বেচা কেনা হচ্ছে!
তখন কোত্থেকে এক ইস্পাত কণ্ঠ তেড়ে এসে
বলে ওঠে :  
এই যে মশাই নন্দীগ্রাম কি
আপনার বাপের সম্পত্তি যে বিক্রি করছেন...?
ওটা তো শাসকের গুলিতে
শোষিতের রক্তে ভেজা একটা ঐতিহাসিক স্তম্ভ...!
তাহলে...


আসলে সব মানুষ ঘুমায় না—
কিছু মানুষ জেগে থাকে নৃশংস রাত্রিকে
পাহারা দেবার জন্য ।