কথা ছিল না ভেসে যাবার,
তবুও গেল ভেসে
শাসকের চরম উদাসীনতার
নিঃশ্বাসে, নিঃশ্বাসে!
হায়,আশ্বিনে চোখধাঁধানো
উৎসবের কালে
উত্তরের কান্না চাপা পড়ে
শারদীয় কার্ণিভালে!


কথা ছিল না ভেসে যাবার,
তবুও গেল ভেসে
ধর্মীয় চেতনায় পুষ্ট
শোষণের কলে পিষে-
শোকে মূহ্যমান আজ উত্তরের মা,
স্বজন খোয়ানো ভীষণ ব্যাথায়-
তবু কিছু কিছু মানবিক চোখ
সমবেদনার অশ্রুও ঝরায়।