ধর্ষ পুরুষ
শিয়ালের নখে ছিঁড়ে খায় যোনি, স্তন
কেটে নেয় জিভ—
জখম চাঁদ মৃত্যুর সঙ্গে দৌঁড়ে
অবশেষে ধর্ষিতার কলঙ্কিত ট্রফি হাতে
ঘুমিয়ে পড়ে...


আচ্ছা
এভাবেই কি নিরীহ চাঁদ খসে পড়বে নক্ষত্রের মতোন?
জ্বলতে থাকবে অনবরত মৌন মিছিলে
মোমবাতি শোক-


কখনও কি ফেনার মতো কোনো আলোড়ন উঠবে না?
রোজ তো দেখি
অকথায় কুকথায় গলা থেকে উগরে ওঠে :
ছিঃ
ছিঃ
ছিঃ...


এখন বুঝি কারও বমি পায় না...
না পাক, ক্ষতি নেই
তবে বমির বদলে কিছুটা আগুন যেন ছিটকে এসে
জরাজীর্ণ বিবেকের চোখটা অন্তত ঝলসিয়ে দিক!
না হলে যে
বিবেক, চিরতরে জিভ কাটা হয়েই থাকবে...


-------------------------------------