ভীষণ অন্ধকারে ছেয়ে গেছে পৃথিবী
জেগে আছে কেবল দুনীর্তির ফাঁদ—
লক্ষ কোটি মুদ্রায় চাপা খায় মেধাবী
পথে চা বিক্রি, মেটে খিদের খাদ ।


মাঝেমাঝে দাবানল হয়ে জেগে ওঠে
তীব্র ক্ষোভ জড়ানো সব দীর্ঘশ্বাস...
দেখি, আজও এক একটি মিছিলে হাঁটে
নতুন ধারার হাজারো ভগৎ-সুভাষ ।


ভীষণ অন্ধকারে ছেয়ে গেছে পৃথিবী
তবুও এ আঁধারি পৃথিবীতে একদিন
শোষণের ছোবল থেকে ছাত্রযুব শিল্পী
ছিঁড়ে আনবে এক লাল টুকটুকে দিন ।