আজ ক্ষুধা-মারীর মহোৎসবে
রাষ্ট্র দিয়েছে ঘুম...!
স্বদেশের বুকে চলছে শুধুই
চিতা জ্বলার মরশুম—
          লাশগুলো সব পানার মতো
          ভাসছে নদীর জলে—
          সেসব দেখেও সুশীল সমাজ
          চায়েতে চুমুক মারে ।
কোথায় গেল ভগৎ সিং-মাস্টারদার
আগুন ঝরানো দিন...?
মানুষগুলো আজ কাঁদছে দেখেও
স্বদেশ নিবেদিতাহীন ।
          তবু স্টেথো হাতে কিছু পাখির দল
          প্রেমের পদ্য লেখা ছেড়ে
          বিবেকের ডাকে মরতে বসা মানবতাকে
          বাঁচায় জীবন দিয়ে ।
শোনো, ইতিহাসে থাকবে লেখা
রাষ্ট্রের সব ছলনা
সেদিন কি আর নবীন প্রজন্ম
করবে কখনও ক্ষমা...?