চুপ করেই থাকতে চেয়েছি আজীবন!
কিন্তু, নুড়িপাথর হয়ে বাঁচা যায় কি?
আজ যখন দেখি, কোন এক শয়তানি 'বিদ্যুতে'র ঝলক,
রক্ত থেকে আমাদের'ই 'প্রাণপুরুষ'কে করে আলাদা-
তখন শান্ত হয়ে বসে থাকা যায় কি...?


মনে হচ্ছে পাগলা বন্যা'র মতো খেপে গিয়ে,
চূর্ণ করি একেকটি 'রোদ্দুর রায়ে'র মতো অন্ধকার রাত্রি!
নাহলে যে বাঙালি'ই থাকবো, কখনও মানুষ হবো না-


চুপ করেই থাকতে চেয়েছি আজীবন!
কিন্তু, বিদ্যাসাগরে'র দেশে জন্মেও-
'উলঙ্গ রাজা'র পায়ের নীচে :
নুড়িপাথর হয়ে বেঁচে থাকা যায় কি...?