এখনও লেখা হয় তাঁর জন্য কবিতা
গাওয়া হয় গান-
মুক্তির আকুতিতে আমরা হাতে নিই
তাঁর নামের নিশান ।


কত শতাব্দী পেরিয়ে আজও সজীব
ঘামে রচিত তাঁর ইস্তেহার-
ঠিক আজ নয়তো কাল ভাঙবেই
এ শোষণের কালো পাহাড়


আসুন, সেই ইস্তেহার লেখা মহাকবির  
ভাস্কর্যের নীচে দাঁড়াই
রাক্ষস রাজার দীর্ঘ সাম্রাজ্যের চূড়ায়
মুক্তির পতাকা উড়াই ।