এই কয়েক বছর,
দারিদ্র্যের রক্ত, মাংস চেটে খেয়ে খেয়ে
হারিয়ে'ই ফেলেছি জীবনে'র সব স্বাদ—


এ কয়েক বছর,
ক্ষুধার বীজে, অভাবের মাটিতে করে গেছি শুধুই,
দেহের আয়ু বেচে: অবর্ণনীয় দুঃখের জঘণ্য আবাদ-
খোদিত করেছি ইতিহাসের বুকে,
দীর্ঘশ্বাস মেশানো অক্ষরে,
বেকার জীবনে'র বীভৎস অনুবাদ...!!


এই কয়েক বছর,
দারিদ্র্যের রক্ত, মাংস চেটে খেয়ে খেয়ে বুঝেছি :
জীবন, আসলে মৃত্যু'র চেয়েও ভারী—
তবু, এ জীবন কি কোনদিন সুন্দর হবেনা...?
হবেনা কখনও তার সহজ সাবলীল কাব্যিক প্রকাশ?