তিনি যে সে মানুষ নন,
আস্ত সূর্যকে কলমে পুরে
ছিটিয়ে দেয় কালি


কালি তো নয়
যেন মাতাল রাষ্ট্রের মুখে চুনকালি!


আর তাঁকেই কিনা  
করল হেয়-
যিনি স্বয়ং বাংলা কবিতার
জীবন্ত মহীরুহ।