এখন বাগানে কোন ফুল নয়,
ফোটে শুধু বারুদের গুলি!
বিশ্ব জুড়ে শান্তির পাখিরা
পরে আছে দুচোখে  ঠুলি ।


প্রতিরোধহীনতায় নগর ভাঙে
বাড়ে শুধু লাশেদের ভীড়—
কখন যে নিশ্চিহ্ন হয়ে যাবে
পৃথিবী নামক ছোট্ট নীড়...!


তবু, কারা যেন বুকে স্পর্ধা এঁকে
গায় যুদ্ধবিরোধী গান
মানুষের পৃথিবীতে চাই না কোন
গুলি, বোমার বান ।