হে প্রিয় জন্মভূমি,
আজ তোমার এই বীভৎস রূপ দেখে
আমি স্তম্ভিত হয়ে গেছি...!
কাঁদতে চেয়েও কাঁদতে পারছি না,
গলার স্বর যে জমে বরফ—


অথচ
এ দেশে, কত কবি শিল্পীর বসবাস—
তবু প্রগতি'র আগুন জ্বালানো'র জন্য
কেউই জেগে নেই...!
যা আছে সব দলীয় সভায় সুসজ্জিত ছত্রাক—


হে প্রিয় জন্মভূমি
আজ তোমার এই বীভৎস রূপ দেখে
চুপ থাকতে পারলাম না-
চোখের জলেই দ্রোহে'র আগুন লাগিয়ে,
চিৎকারে বলতে বাধ্য হচ্ছি  :
যে দেশে আমার বাবার শ্রমে,
মনিবে'র সুখ রচিত হয়—
যে দেশে আমার বোনে'র শরীর ঝলসে,
মাতালে'র উৎসব হয়—
যে দেশে আমার ভাইয়ে'র স্বপ্ন,
মুখ থুবড়ে পড়ে ফুটপাতে—
সে দেশ কখনও আমার হতে পারে না...!


হে প্রিয় জন্মভূমি,
কেঁদো না, কেঁদো না—
এখনও সব কিছু শেষ হয়ে যায়নি...!
যায়নি বলেই
এখনও সমুদ্রের ঢেউয়ের মতো ফণা তুলে
দাঁড়াচ্ছে এক একটি প্রতিরোধের নাবিক...!!


---------------------------------
(রচনা কাল : 10/09/2020...)