শোনো গো পঁচিশে বৈশাখ শোনো
স্ব প্রতিভার জোরে
তুমি হলে সমগ্ৰ বিশ্বজুড়ে পূজিত
সব ধর্মের আসরে ।


সেদিনের জোড়াসাঁকোর শিশু
এযুগের শ্রেষ্ঠ অন্ধকারে
জীবনদশায় হয়ে উঠেছিলেন
মানবতার পুরুষাকারে ।


বৃটিশ সাহেবের গণহত্যার অরণ্যে
একাকী ক্ষোভের আগুনে
জীবনের অন্যতম স্বাক্ষর এঁকেছিল
অমানবিকতার দেওয়ালে ।


শোনো গো পঁচিশে বৈশাখ শোনো
সবশেষে বলি একটা কথা
আমাদের হৃৎপিণ্ডের একটাই নাম
রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ।