শহীদ শামসুজ্জোহা স্মরণেঃ
— সুজন মন্ডল


বন্দুকের নলের মুখে
যিনি মায়ের আঁচলের মতো পেতে দিয়েছিলেন বুক...!
শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলেন
সন্তানের মতো মাটি—


আর যাঁর বুকের তাজা রক্তে রচিত হয়েছিল সেদিন
গণআন্দোলনের রূপরেখা—


হ্যাঁ তিনিই হলেন বাংলাদেশের অগ্নিপুরুষ  :  
শহীদ শামসুজ্জোহা ।



--------------------------------
(৫২ তম স্মরণ দিসবে ফিরে দেখা : ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ শামসুজ্জোহা )