আসুন,
শতবর্ষে'র আলোকে ফিরে দেখি কবি'র জীবনীটা!
পড়ে দেখি
কি অক্ষরে, কোন শব্দে লিখেছিলেন
এক একটি তুখোড় কবিতা...!
কিংবা,
কোন শিল্পশৈলী'তে,
কষিয়েছিলেন নির্লজ্জ রাষ্ট্রে'র গালে সজোরে থাপ্পর!


আসুন,
শতবর্ষের আলোকে ফিরে দেখি কবি'র জীবনীটা—
আত্মস্থ করি, সেই আশ্চর্য কাব্যিক মন্ত্র...!
তারপর সাজিয়ে তুলি, এ মৃতপ্রায় সভ্যতা'র বুকে 'পর—
''অফুরন্ত জীবনের মিছিল...।''


-----------------------------------------
(জন্ম শতবর্ষে : বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য )