আজ এখানে সমবেত হয়েছি, নজরুলে'র স্মরণ সভায়—
হয়তো কেউ এসেছেন ফুলের মালা হাতে,
কেউবা এসেছেন গরম, গরম বক্তৃতা দিতে...!
আবার কেউ এসেছেন
সোস্যাল মিডিয়ায় লেটেস্ট স্ট্যাটাস আপডেট দিতে—
অথচ,
অমায়িক শোষণে'র, নিদারুণ আঘাতে,
বিশ্বমানবতা'র মর্মান্তিক মৃত্যু দেখে সেদিনে'র গর্জে ওঠা প্রতিবাদময় আগুনে'র প্রাণপুরুষ'কে—
অন্ততঃ
একবারে'র জন্য হলেও,
বুকে জড়িয়ে ধরতে, কেউ'ই আসিনি...!
হয়তো
অহেতুক রাজরোষে পড়ার, উন্মাদ হবার একান্ত ভয়ে—
তবু এখনও কেউ নির্লজ্জে'র মতো এখানে উপস্থিত হয়নি...!
হয়তো সে, এ আনুষ্ঠানিকতা'র, নির্জীব মঞ্চ'কে লাথি মেরে—
কোথাও ঘরে'র কোণে লুকিয়ে, নীরবে পড়ছে :
'দুখু  মিয়া'র  ছেঁড়া আত্মজীবনী...!


------------------------------------------
(রচনা কাল : ২৬/০৫/২০২০...)