ওরা খাটিয়ে গতর চাষের মাঠে পায়নি কোন দাম
পথের পরেই পচছে ফসল -
সুদের কড়ি গুনতে ওদের ঝরছে বুকের ঘাম ।


উনুন ওদের জ্বলছেনা আজ, হাঁড়িতে ফোটেনি ভাত
সোনার দেশে জন্মে তবুও-
খিদের জ্বলনে জ্বলছে যে দিনরাত!


ওরা আজ বাঁচার মতো বাঁচতে চেয়ে ডেকেছে ধর্মঘট-
চাষের লাঙ্গল ঝুলিয়ে কাঁধে
রাস্তাজুড়ে মিছিল সাজিয়ে মাতাবে বিক্ষোভ অবরোধ ।


এভাবেই ক্ষোভে-বিক্ষোভে শোষকের সাথে যুঝে
মজুতদারের গোলা ভেঙে,
জীবন ছেঁচা শস্যের অধিকার নেবেই নেবে সে বুঝে।