মা,
অসুর সংহারিণী রূপে আর
জেগে উঠলে না...
এতো আলো,  এতো সাজসজ্জার ভিড়ে
ঘুমিয়েই থাকলে ঠিক মৃন্ময়ী হয়েই—


অথচ, কুচকুচে অন্ধকারের মতো
জেগে থাকা এক পাল বিষাক্ত সরীসৃপ :
ভাসিয়ে চলেছে অনবরত কত না জয়াকে,
বিজয়ার পঙ্কিল আর্বতে—


জানি তো ওদের বিজয়া শুধুই
চোখের জলে সমাপতন;
আর তুমি তো বিসর্জন জয়ী বিজয়া—
মা-আ...


তবু, অসুর নিধনে, এ বধ্যভূমিতে
আবার ঘটুক প্রত্যাবর্তন।