মানুষে'র মতো দেখতে, হিংস্র হায়না'র দেশে
দেদার সে চালাচ্ছে আপস, বাংলা কবিতাটা!
মানুষ মরে মরুক, মানবিকতা ভেসে যাক—
তবু যাবে না আঁকা, শোষণে'র ছবিটা...


অথচ এখনো বিক্রি হয়নি, কিছু সশস্ত্র পংক্তি
মৌনতা ভেঙে অর্তকিতে জাগে, প্রেমের কবিতায়—
খুলে দেয়, 'উদ্বাস্তুময় বাচিকে'র রুদ্ধ কণ্ঠ :
গণ বিক্ষোভে'র সুর তোলে, বাউলে'র একতারায় ।


আজকে কিছু কবিতা খুলছে মুখ, হয়তো বাংলা নয়!
সর্বস্বান্ত মানুষের মতোই, হবে এক শোষিতের পরিচয়—
হয়তো তিনিই ঘোষণা করবেন, এ জঘণ্য অন্ধকারে :
কীভাবে পশুর সঙ্গে যুদ্ধ করে, আলোর মশাল জ্বাল্তে হয়