চল হারাই,,,,
শহুরে কোলাহল থেকে।
যেখানে প্রত্যহ সোনালী রবি দুর্বা ঘাসে চুমু খায়।
যেখানে প্রেমিক যুগল শশিকরে স্নান করে!
রবিরশ্মি অবলোকন করে যেথায় সময় নিরুপণ করে।
পাখির কলতান ঘুম ভাঙার এলার্ম।
খাবার প্রিজার্বড করার তাড়া নেই।
গাছ ছেরা ফল ধুয়ে ই খাওয়া যায়।


যেখানে স্বার্থের ভীরে কেউ হারায় না।
কেউ হৃদয় চিড়ে তাড়ায় না।
জিহবার নিচে কেউ পারায় না।


যেখানে  গেলে আগন্তুক কে ও আতিথ্য দেয়!
পিরি পেতে জলের গেলাস এগিয়ে দেয়।
ভীষণ কষ্টের মাঝেও যারা হাসি মুখে বলে ভালো আছি।


যাদের হৃদয়ে চাষ হয় উন্নত মানবতার।
যারা আল পথে হেটে মনের আনন্দে গান ধরে।
কাজের শুরু - শেষে বিধাতা কে স্মরণ করে।
অন্যর বিপদ যারা নিজের ভেবে মাথায় নেয়।
সুখের ভাগে অন্যকে অকৃপণ ভাগ দেয়!


চল তাদের সাথে সম্পর্ক গড়ি,,,,
এই অশান্ত সময়ে তাদের সুখের খোজে।
তাদের আত্মার প্রশস্ততা থেকে!
তাদের হৃদয়ের কৌমার্যতা থেকে।
অমলিন সাধনার পূর্ণ মগ্নতা
নান্দনিক চরিত্রের রুপ ছবি!
একটু যদি হাসিল করা যায়।।
তাহলে তোমাদের ইট-পাথরের রাজ্যে।
নিত্য উঠবে  মানবিকতার উজ্জ্বল শশি!
যার কিরন আজ সোডিয়াম বিক্রিয়ায় হারিয়ে যাচ্ছে।
আকাশের চাঁদ দেখা সত্যিই আজ বিলাসিতা?


🍒🍒🍒🍍🍍🍍
(২)এগিয়ে এসো,,,,
এম এম মিজান


হীম হীম পরশ নিয়ে
   শীতে জুবুথুবু দেশ।
গরম পোশাকের উম নিয়ে
   আমরা ত আছি বেশ।


যারা রাত কাটায় ফুটপাতে
    কিংবা বস্তির শিশু -বৃদ্ধ।
কেমন করে টিকে আছে
     শীতের সাথে করে যুদ্ধ।


কেমন করে ভুলে আছো
    অসহায় গরীব মানুষের কথা।
তাদের কষ্টে তোমার হৃদয়ে
   লাগে না একটু ও ব্যাথা?


চল সবাই এগিয়ে আসি
   সাধ্যমতো সম্বল নিয়ে ।
সকলের প্রচেষ্টা তাদের মুখে
    হাসি দেবে ফুটিয়ে।