আমি খুজি এইতো বুঝি
করছো আমায় খোজাখুজি।
সম্পর্কের বরফ গলবে এবার,
কাছে টানবে সোজাসুজি।

আমি ভাবি তোমার দাবি,
তুলে নেওয়া অবশ্যম্ভাবী।
আর্তের পরে শর্ত দিয়ে,
হৃদয় কুটিরে মেরেছো তালাচাবি!


আমি ডাকি চেয়ে থাকি,
হৃদয় ভাঙার শ্রাবণী গান।
বিত্তের পানে মত্ত হয়ে,
অলীক সুখের চালাও সাম্পান


আমি হাসি -ভালোবাসি,
কেন তুমি সর্বনাশী?
এমন কি হত ক্ষতি?
যদি থাকতাম পাশাপাশি!


আমি আঁকি হৃদয় পটে
তোমার টোল পড়া মিষ্টি বদন!
তুমি কেবলই আটকে থাকো?
স্বার্থপর গাঙের নৈঋত ঘাটে!


সাধা প্রেমের আধা দাম!
তাইতো এহেন আচরণ?
চোখের সামনে থেকে ঠেলে দিলেও
চোখেই তোমার বিচড়ন।


হয়তো ভাবছো দূরেই আছো!
     জানোনা কতটা নিকটে বাস।
হৃদয়ের বাইরে ঠেলতে গেলে ও।
হৃদয়ের জমি তে হয় তোমার প্রেমের চাসবাস।