বছর ঘুরে বিশ্ব জুড়ে
এলো মাহে রমজান।
এসো সবে সিয়াম রাখব
  গাইব খোদার শান!


না খেয়ে থাকা অসহায় যে
ক্যামনে দিন কাটায়?
রোজা রেখে অনুভবে নিও,
ক্ষুধা দেহকে খাটায়!


খাদ্য- পানীয় বর্জন করে,
  কোন সুফল তো নেই !
খোদার ভয়ে কাপে না যদি,
   হৃদয় মাঝে তেই
  
,,,,,,
   অভ্যাস পালটাই,,,,,,,,,,


দাম বেড়েছে ব্যাপক ভাবে,
   বাজেটে নাহি কুলায়!
খাবোনা তো গরুর মাংস
  অভ্যাস যাক চুলায়!


পোল্ট্রি মুরগী চলে গেছে
মানিব্যাগের বাইরে!
অভ্যাস পাল্টাতে হবে যে,
  কৌশল একটাই রে!


মাছের দামে ভীষণ সুখ
  আঁশটে গন্ধ পঁচে
মাছ বাজার এড়িয়ে চলো
  দু:খ যেন কিছু ঘুচে।।


দাম বেড়ে যায় যত কিছু,
   সমস্যা নেই তো কোন।
অভ্যাস পাল্টে নব পণ্য
    অভ্যাস করবে যেন।