কোরান পড় তোমরা সবে
কোরান মতো জীবন পথ - চলতে থাক অবিরত,
   তাইলে রদ্বী হবে তোমার রবে!
সব হারালে ও নেই ক্ষতি কোন!
   শুধু রব যদি তোমার হবে!


সকল কাজে সন্ধ্যা সাজে,
কোরান পাঠ রেখ তাজে।
"কোরান বিহীন তোমার হৃদয়"!- তুমি? ,
  ধুসর গোধূলীর মরুভূমি!
শয়তান করতে পারে করায়ত্ব!
তোমার স্থাবরজঙ্গম সত্ত্ব!
চালাবে তার স্বেচ্ছা মতো!
তুমি হবে তার একান্ত  সচিব!
সব খাতে সব পাতে
   নাড়তে থাকবে তোমার লোলুপ   জিভ!


কোরান পড় কাজের ফাঁকে
   কোরান পড় প্রতি প্রাতেঃ
কোরান রাখ সাথে সাথে,
   কোরআনী বিধি প্রয়োগ কর সকল খাতে খাতে!
কোরানী সাজ শোভা পাক তোমার জীবনের বাকে বাকে!


দের হাজার বছর আগে পয়গম্বর,
  এনেছিলেন মানবতার মুক্তির পয়গাম,
ঐশ্বরিক বাণী নিভৃতে কাঁদে বাধার বৃন্দাবন!
চারিদিকে অন্যায় অবিচারের লেগেছে ধুমধাম"
এ থেকে পরিত্রাণের একমাত্র পথ,
কোরানী শাসন কায়েমে চালাও তোমার রথ।
নইলে আইয়্যামে জাহেলিয়াত আসবে আবার,
ধনী নিয়ে যাবে গরীবের মুখের খাবার!
ভোগের বস্তু হবে নারী!
সুদে ছেয়ে যাবে সমাজ- বাড়ি!
সর্বত্র ই এক অনা সৃস্টি,
পাপের রাজ্য মুশল ধারে বৃষ্টি,
ভাসিয়ে নিয়ে যাবে সমাজের সব!
এখনি সময় কোরানের পথে আসো -
৷  সাহায্য করবে মহান রব।