নীলাঞ্জনা


ফুলের সৌরভ সুরভিত হবে একটি মাত্র দিনে!
এমন মনন হইবে যখন হৃদয় তুমি লইবে কিনে।
অপার ভাব হৃদয়বৃত্তি সবি যখন জানা !
প্রেমাসক্ত হৃদয়ে বুঝি, কথা বলা -ই মানা!
আমি তো শুধু ভাবেই বিভোর,
কত স্মৃতি কত কথা!
কেউ বুঝি, রেখেছো খবর ।
হৃদয় ভূমিতে উঁকি দিয়েছো কখনো!
সূর্য উঠে গেছে, রাত্রি অতীত,
তারাদের সাথে কথা বলেছো কখনো?
তুমি শুধু-ই বুঝতে চাও
বোঝানোর ভাব দেখি নাই!
তোমায় নিয়ে আমার কলম,
শব্দে শব্দে হারিয়ে থাকা।
কত পাঠক আসে ফিরে যায়,
তোমার পথ টি সুদূর বাঁকা।
যখনি ভেবেছি ধরবো শপথ,
লিখবো না ঐ নাম!
তখনি তোমার ফিরে ফিরে আসা!
এ কেমন ভালোবাসা?
যা কেবল ফিরে ফিরে আসা!
হৃদয় আমার শুধু তোমাকে-ই চায়,
বলে শুধু তোমার-ই গাথা।
কিন্তু মোন আমার আত্মাভিমানি,
তাই বলছে অন্য কথা শুনে রাখো!
যদি চাও পাখি তুমি, উড়ে যেতে পারো,
মোনের খাঁচায় ধরে রাখবো না!
আবেগ ভরা ভাব যখন লুটায় ভূমিতে থাক পড়ে থাক!
তোমার ছবি, আর আঁকবো না!


              অপূর্ব সংকলন
             সৌরভ চক্রবর্তী