পরিণাম স্বভাব


শক্তহাতে কলম ধরি, আদর্শের বন্দনা করে বলি!
করিয়ো ক্ষমা হে বিধাতা, বিচার দিও, এগিয়ে চলি।
অশ্রুরূপী কালি যদি বর্ণের কারণ হয়,
আর সেই কারণের প্রকৃতি যদি স্বার্থের শিকার হয়!
অসীম ওহে বিধাতা তুমি! মিথ্যার ই যদি জয়,
তবে তা স্বীকারে তোমার এতো ক্ষয়! তবে এ কেমন জয়!
উত্তর যখন অবনতমুখে দৃষ্টির সামনে ভূমি ,
জগতের আধার প্রকৃতি ওহে, এ কেমন উপাধি তুমি!
জগৎ আধার প্রকৃতিও কি তবে শুধু অজ্ঞানগুণে গুণী!
তমসা যদি এতোই শক্ত তবে সৃষ্টি করিলে কেন শুনি?
বিকৃতি যদি প্রকৃতি কে শাসন করে চলে,
মিথ্যারূপ যুক্তি যখন সত্যানুশাসন করে,
এমন বিজয়ীর আত্মদর্প শব্দবানের নাগপাশে,
করিছে দংশন বিশ্বভুবন যা কিছু আশে পাশে!
কোমল হস্ত সিক্ত তখন কলমে শুধুই ভয়!
এমন জয়ে হয়েছে জয়ী,সে জয় আমার নয়!


                   অপূর্ব সংকলন
                  সৌরভ চক্রবর্তী ।
                     19.12.2018