অনেক ইচ্ছে নিয়ে এসেছিলাম রূপা
অনেক ইচ্ছে নিয়ে চলে গেলাম তুমি
বদলে যাচ্ছ,এই ভেবে আশাহত হলাম।


বিশ্বাস কর দুঃখ পাইনি একটুও না
দুঃখ পাবার কথায় না' সৃষ্টির মহীমা
বদলায় প্রকৃতি বদলায় তুমি তো মানুষ!


অস্তিত্ব ভুলে যাই এমন কোন কিছুই
আমি আজও দেখিনি শুধু মানুষ ছাড়া,


শঙ্খচিলের ডানায় উড়ে যে গল্প আমি
সাজিয়েছি তাহার সমাপ্তি এখানেই!


অশান্তি আমাকে ক্ষমশ্ গিলে খাচ্ছে,ইদানিং
অনেক কিছুই ঠাহর করতে পারছি না,


দেখ কি কান্ড সেদিন রহিম চাচার
দোকানে গিয়ে সিগারেট চেয়ে বসলাম!


অতচ্চ জীবন যা''কখনো স্পর্শ করিনি"
এতটা বেকালী আমি কখনো ছিলাম না।


তুমি কবিতা ভালোবাস বলে আমি কবিতা
লিখি কি লিখি তাও জানিনা না শুধু কবিতা
লিখি এলোমেলো কবিতা ছন্নছাড়া কবিতা!