বসে বসে ভাবি আমি..কি করে যাই ছাড়ি
পড়াশোনা এলো যে শেষে..
এতদূর যাবো আমি ঘরবাড়ি ছেড়ে
ভাবলেই শরীরটা উঠে একটা কাঁপুনি দিয়ে।


মা ছাড়া থাকি না কখনো
তাই ভাবি যাই কেমনে অতদূর সীমান্ত
কর্মসূত্র নাই যে এখানে..
যদি থাকিত তবে যাই কেনো এতদূর সীমান্তে।


যেতে তো হবেই ছেড়ে,কষ্ট তো করতেই হবে
সবাইকে নিয়ে একসাথে থাকা না হয় পরেই হবে..